ঠিকাদার তালিকাভূক্তি/নবায়নকরন সফটওয়্যর

তালিকাভুক্তির লক্ষ্যে অনলাইনে আবেদনের নির্দেশনাবলী

    প্রধান প্রকৌশলীর দপ্তর হতে ঠিকাদারি প্রতিষ্ঠান (সম্মিলিত) এর তালিকাভুক্তির অনুমতি প্রদান করা হয়।
  • ০১. গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদারি লাইসেন্স এর আবেদনের ফিস বাবদ ১০০০/-(এক হাজার) টাকা অনলাইনের মাধ্যমে জমা প্রদান করতে হবে।
  • ০২. ঠিকাদারি প্রতিষ্ঠান (সম্মিলিত) হিসেবে তালিকাভুক্তির আবেদনের সাথে বৈদ্যুতিক লাইসেন্সিং বোর্ডের এবিসি লাইসেন্স (হাল নাগাদ) আপলোড করতে হবে।
  • ০৩. ঠিকাদারি প্রতিষ্ঠানে নিয়োজিত স্মাতক প্রকৌশলী (সিভিল), ডিপ্লোমা প্রকৌশলী (সিভিল), ডিপ্লোমা প্রকৌশলী (ই/এম), প্রত্যেকের সনদপত্র, জীবন বৃত্তান্ত, নিয়োগ, যোগদানপত্র এবং ছবিসহ ৫০/- টাকার ষ্ট্যাম্পে পৃথক-পৃথক নোটারী পাবলিক কর্তৃক হলফনামা আপলোড করতে হবে।
  • ০৪. প্রতিষ্ঠানের মালিক/ব্যবস্থাপনা পরিচালক/চেয়ারম্যানের ১৫০/- টাকার ষ্ট্যাম্পে নোটারী পাবলিক অথবা প্রথম শ্রেণির হাকিমের সম্মুখে সম্পাদিত হলফনামা আপলোড করতে হবে।
  • ০৫. ব্যাংক সনদ ২০,০০,০০০/- টাকা জমা আছে এ মর্মে ব্যাংক লেনদেন থাকতে হবে এবং ১ বছরের ব্যাংক হিসাব বিবরণী আপলোড করতে হবে।
  • ০৬. হালনাগাদ ট্রেড লাইসেন্স, হালনাগাদ আয়কর পরিশোধিত সনদ, ভ্যাট সনদ আপলোড করতে হবে।
  • ০৭. ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক/ব্যবস্থাপনা পরিচালক/চেয়ারম্যোনের জাতীয় পরিচয়পত্র এবং সদ্যতোলা ছবি আপলোড করতে হবে।
  • ০৮. প্রদত্ত ছকে বর্ণিত চাহিদা অনুযায়ী কর্মচারী ও যন্ত্রপাতির তালিকা আপলোড করতে হবে।
  • ০৯. লিমিটেড ও অংশীদারি সংস্থার ক্ষেত্রে জয়েন্ট ষ্টক কোম্পানীর মেমোরেন্ডাম আর্টিক্যাল ও অংশীদারী দলিল আপলোড করতে হবে।
  • ১০. স্মাতক পুর প্রকৌশলী এবং ডিপ্লোমা পুর প্রকৌশলী যিনি ঠিকাদারি প্রতিষ্ঠান (সম্মিলিত) এর তালিকাভুক্তির জন্য আগ্রহী তার যথাক্রমে-৫(পাঁচ) বৎসরের ও ১০ (দশ) বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্মাতক পুর প্রকৌশলীদের ক্ষেত্রে কমপক্ষে ২ বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন ন্যুন পক্ষে একজন বিএসসি ইঞ্জিনিয়ারিং বৈদ্যুতিক প্রকৌশলী অথবা ৫ বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ডিপ্লোমা প্রকৌশলী থাকতে হবে। ডিপ্লোমা পুর প্রকৌশলীদের ক্ষেত্রে কমপক্ষে ২ বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ইলেকট্রিক্যাল বিএসসি ইঞ্জিনিয়ারিং অথবা ৫ বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ইলেকট্রিক্যাল ডিপ্লোমা প্রকৌশলী থাকতে হবে।

    অনুরুপভাবে স্মাতক যান্ত্রিক প্রকৌশলী এবং ডিপ্লোমা যান্ত্রিক প্রকৌশলী যিনি ঠিকাদারি প্রতিষ্ঠান (সম্মিলিত) এর তালিকাভুক্তির জন্য আগ্রহী তার বৈদ্যুতিক কাজে যথাক্রমে ৫(পাঁচ) বৎসর ও ১০ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। স্মাতক যান্ত্রিক প্রকৌশলীদের ক্ষেত্রে ও ডিপ্লোমা যান্ত্রিক প্রকৌশলীদের ক্ষেত্রে ২ বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন একজন স্মাতক পুর প্রকৌশলী অথবা ৫ বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন একজন ডিপ্লোমা পুর প্রকৌশলী থাকতে হবে।
  • ১১. অসামাপ্ত আবেদনপত্র গ্রহণযোগ্য নহে।
  • ১২. যদি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন ফরমে মিথ্যা তথ্য প্রদান করেন তবে কর্তৃপক্ষ কর্তৃক তার আবেদন বাতিল করা হবে এবং প্রয়োজনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • ১৩. কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যাতিরেক আবেদনপত্র গ্রহণ অথবা বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

    প্রক্রিয়াঃ- অনলাইনে আবেদনপত্র গ্রহণের পর আপলোকৃত কাগজ পত্রাদি সংশ্লিষ্ট অফিসের মাধ্যমে যাচাই বাচাই এর পর গণপূর্ত অধিদপ্তরের তালিকাভুক্তি বোর্ড সভায় উপস্থাপন করা হয়। বোর্ড সভার সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে এবং আবেদনকারী ঠিকাদারি প্রতিষ্ঠানকে পত্র ও গণপূর্ত অধিদপ্তরের ওয়েব সাইট www.pwd.gov.bd অথবা অনলাইন আবেদন লিংক http://ces.pwd.gov.bd/login এর মাধ্যমে জানা যাবে।